সময়ের জনমাধ্যম

ইসরায়েলের আরও ২৮টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

Last Updated on 3 months by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: গত ২৪ ঘণ্টায় আরও ২৮টি ‘শত্রু বিমান’ শনাক্ত ও প্রতিহত করার দাবি করেছে ইরান। এর মধ্যে একটি গুপ্তচর ড্রোন ছিল, যা ইরানের ‘সংবেদনশীল’ স্থানগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

মঙ্গলবার (১৭ জুন) রাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির সামরিক বাহিনী এর আগেও একাধিকবার ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।

তবে ইসরায়েল বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে। তারা বলছে, ইরানে তাদের অভিযানের সময় কোনো যুদ্ধবিমান বা ক্রু সদস্যের ক্ষতি হয়নি।

উলেখ্য, ইসরায়েল ১৩ জুন থেকে ইরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। যার মধ্যে এফ-৩৫ স্টিলথ জেট ব্যবহার করে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। ইরানও পাল্টা হামলা হিসেবে ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।