সময়ের জনমাধ্যম

ইসরায়েলের তীব্র হামলায় গাজায় নিহত আরও ১০৭

Last Updated on 1 year by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।

শনিবার (৮ জুন) গাজায় আকাশ, স্থল এবং সমুদ্রপথে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ১০৭ জন নিহত হয়েছে।

সিএনএন অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অধিকৃত এই অঞ্চলে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে কেন্দ্রীয় গাজার নুসেইরাত, দেইর আল-বালাহ এবং আল-যাওয়াদেতে এসব হামলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামলায় বহু হতাহত হয়েছে। তাদের আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, কয়েক ডজন হতাহত ফ্লোরে শুয়ে আছে এবং মেডিক্যাল কর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। তবে জ্বালানি, ওষুধ এবং খাবারের স্বল্পতায় মেডিক্যাল পরিষেবা অনেকটা বন্ধ হয়ে আছে।

এ ছাড়া তীব্র বোমা হামলার কারণে যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসপাতালের টেলিফোনে প্রচুর কল আসছে। আল জাজিরার একজন সাংবাদিক জানিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ। তিনি আরও বলেন, প্রতি মিনিটে বিস্ফোরণ হচ্ছে। হাসপাতালের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

এক সংবাদ সম্মেলনে আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত হামলায় নিহত ৫৫ জনের লাশ এবং কয়েক ডজন আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে রাস্তায় এখনো অনেক লাশ ও আহতরা পড়ে আছে।

এদিকে এক সংক্ষিপ্ত বিবৃতি ইসরায়েলি বাহিনী বলছে, আমাদের বাহিনী নুসেইরাত এলাকায় সন্ত্রাসীদের স্থাপনায় হামলা চালাচ্ছে। পরবর্তীতে ইসরায়েলি বাহিনী জানায়, তারা চারজন জিম্মিকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। খবর, সিএনএন অনলাইন