সময়ের জনমাধ্যম

খালেদা জিয়াকে সারিয়ে তুলছে ‘মানসিক প্রশান্তি’ : ব্যক্তিগত চিকিৎসক

Last Updated on 1 week by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: লন্ডনে ছেলের কাছে থাকার মানসিক প্রশান্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন ‘আগের চেয়ে অনেকটা ভালো’ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (০৪ মার্চ) লন্ডন থেকে টেলিফোনে তিনি এক গনমাধ্যমকে বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডামের অবস্থা পূর্রের চেয়ে অনেকটা স্থিতিশীল।”

খালেদা জিয়া লন্ডনের কিংস্টোনে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, “উনি ভালো আছেন– এইটুকু বলা যায়। খুব সুস্থ হয়ে উঠেছেন এ কথা আমি বলব না। বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেকটা সুস্থ আছেন। আপনারা উনার সুস্থতার জন্য দোয়া করবেন।”

জাহিদ হোসেন বলেন, “ম্যাডাম মোটামুটি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। মানসিক প্রশান্তি উনার শারীরিক সুস্থতার পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে।”

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ৮ জানুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেদিনই তাকে ভর্তি করা হয় লন্ডন ক্লিনিকে।

হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকরা। ২৫ জানুয়ারি চিকিৎসদের ছাড়পত্র পেয়ে লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় উঠেন খালেদা।

তিনি বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা নিয়মিত বাসায় গিয়ে বিএনপি নেত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন। “প্রতি সাপ্তাহে উনাকে চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, যাতে উনি সুস্থ হয়ে ওঠেন।”

তিনি কবে দেশে ফিরবেন জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, “লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা যেদিন উনাকে অনুমতি দেবে, দেশে ফিরে যাওয়ার উপযুক্ত মনে করবেন, ওইদিন তিনি ফিরবেন ইনশাল্লাহ।”

অধ্যাপক জাহিদ আরও বলেন, “চিকিৎসার দিকটা তো বললাম। প্রায় সাত বছর পরে উনি উনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনার সহধর্মিনী ডা. জোবাইদা রহমান, উনার সুযোগ্য কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শামিলা রহমান সিঁথি, উনার দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, তাদেরকে পাশে পেয়ে মানসিকভাবে অনেকটা সুস্থ আছেন ম্যাডাম।”