সময়ের জনমাধ্যম

নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইলন মাস্ক

Last Updated on 4 months by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। দলের নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’। শনিবার (৫ জুলাই) এক্সে দেয়া পোস্টে তিনি এই ঘোষণা দেন।

তবে মাস্কের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের তরফে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, ‘আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।’ এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না— এমন একটি জরিপ চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে, যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি।

ইলন মাস্ক এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন। তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তার সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছিলেন।

কিন্তু নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে মাস্ক ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে বলা যায় এ বিরোধ আরও তীব্র হলো ।