সময়ের জনমাধ্যম

নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার শোক

Last Updated on 3 months by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্ষীয়ান সাংবাদিক নেতা আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া নেতৃবৃন্দ।

শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ সাংবাদিক নেতার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সভাপতি মো: আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, মো: আব্দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ হক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দফতর সম্পাদক সওকত হোসেন জনি, সদস্য বসির ইবনে জাফর, সাংবাদিক আশরাফুল মামুন, মোহাম্মদ আলী প্রমুখ।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘আলমগীর মহিউদ্দিন ছিলেন এক সাহসী সাংবাদিক, যিনি দেশ ও জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।

এ সময় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।’