Last Updated on 11 months by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানী ঢাকার মিরপুরে জেনেভা ক্যাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি জানান, মিরপুর ১১ নম্বরে অবস্থিত জেনেভা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ।

