সময়ের জনমাধ্যম

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ছবি: সংগৃহীত

Last Updated on 1 year by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে।

শুক্রবার (১৬ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে সাবেক এই সেনা কর্মকর্তাকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিষয়টি জানিয়েছিল।

জিয়াউল আহসানের বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুপ্তহত্যায় শেখ হাসিনাকে সহযোগিতা করার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী নেতারা।