সময়ের জনমাধ্যম

ওপেনএআই এর চ্যাটজিপিটি’র অলসতা নিয়ে অভিযোগ

Last Updated on 10 months by admin

আইটি ডেস্ক: ব্যবহারকারীদের পরামর্শ দিচ্ছে, তারা নিজেরাই কাজটি ঠিকভাবে করতে পারেন।
আর অনেকটা কটাক্ষ করে বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছে চ্যাটবটটি।

চ্যাটজিপিটি নাকি ‘অলস’ হয়ে গিয়েছে, এমন বেশ কিছু অভিযোগ নিয়ে তদন্ত চালানোর কথা জানিয়েছে চ্যাটবটটির নির্মাতা কোম্পানি ওপেনএআই।

চ্যাটজিপিটি’র সর্বশেষ এআই মডেল ‘জিপিটি ৪’ ব্যবহারকারীর বিভিন্ন প্রশ্নের জবাব দিতে অপারগতা জানায় বা তেমন আগ্রহ দেখায় না, সাম্প্রতিক দিনগুলোয় এমন অভিযোগ বাড়তে দেখা গেছে ব্যবহারকারীদের মধ্যে।

সামাজিক সাইট রেডিটের অসংখ্য থ্রেড এমনকি ওপেনএআইয়ের নিজস্ব ডেভেলপার ফোরামেও ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে, চ্যাটবটটির কার্যকারিতা কমে গিয়েছে।

উদাহরণ হিসেবে, কেউ যদি চ্যাটবটটিকে কোড তৈরির নির্দেশ দেয়, চ্যাটবটটি সে সম্পর্কে খুবই অল্প তথ্য দিয়ে বাকি কাজ ব্যবহারকারীকেই করার নির্দেশ দিচ্ছে। এমনকি কেউ কেউ অভিযোগ করেছেন যে, অনেকটা কটাক্ষ করে চ্যাটবটটি বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছে। আর ব্যবহারকারীদের পরামর্শ দিচ্ছে, তারা নিজেরাই কাজটি ঠিকভাবে করতে পারেন।

ব্যবহারকারীরা অনুমান করে বলছে, চ্যাটজিপিটি’র দক্ষতা বাড়াতে ওপেনএআই ইচ্ছা করে এমন পরিবর্তন এনেছে, যেখানে বিভিন্ন প্রশ্নের দীর্ঘ জবাব দেওয়ার প্রয়োজনীয়তা নেই।

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই বলছে, চ্যাটবট সংশ্লিষ্ট অভিযোগ সম্পর্কে তারা সচেতন। তবে, মডেলটিতে এমন কোন পরিবর্তন আনা হয়নি, যার মাধ্যমে এর ভিন্ন আচরণের ব্যাখ্যা দেওয়া সম্ভব।

চ্যাটজিপিটির মতো এআই ব্যবস্থা চালানো বিভিন্ন কোম্পানির কাছে চ্যাটবট পরিচালনার বিষয়টি খরচসাপেক্ষ। তাই বিভিন্ন প্রশ্নের বিস্তারিত জবাব দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়ে প্রসেসিংয়ের পর্যাপ্ত সক্ষমতা ও কম্পিউটিংয়ের সময়।

“জিপিটি ৪ অলস হয়ে যাচ্ছে, আপনাদের এমন সকল অভিযোগই শুনেছি আমরা!” –সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেছে কোম্পানিটি।

“১১ নভেম্বরের পর থেকে আমরা মডেলটি আপডেট করিনি। আর এমন আচরণ নিশ্চিতভাবেই উদ্দেশ্যমূলক নয়। মডেলটির আচরণে অনিশ্চয়তা থাকতে পারে, তবে আমরা এর সমাধানের পথ খুঁজছি।”

বেশ কয়েক সপ্তাহ ধরেই অস্থির সময় কাটাচ্ছে ওপেনএআই, যেখানে সিইও স্যাম অল্টম্যানকে ছাঁটাইয়ের কিছু দিন পরই কর্মীদের চাপে তাকে পুনরায় নিজ পদে ফিরিয়ে আনতে বাধ্য হয় কোম্পানির পরিচালনা পর্ষদ।

এদিকে, ওপেনএআই এমন অভিযোগের সঙ্গে একমত কি না বা চ্যাটজিপিটি নিজের জবাব দেওয়ার উপায় পরিবর্তন করেছে কি না, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি কোম্পানিটি।