সময়ের জনমাধ্যম

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

বাংলাদেশ–ভারত সীমান্ত ফাইল ফটো

Last Updated on 8 months by zajira news

পঞ্চগড় প্রতিনিধি, জাজিরা নিউজ: পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার মাগুড়া এলাকার জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল (২৪) ও তিরনইহাট ব্রহ্মতল এলাকার কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার পর উপজেলার খয়খাটপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাংলাদেশি একটি দল অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করলে ফকিরপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের মরদেহ নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ১৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান বলেন, ‘এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং উভয় বাহিনীর কোম্পানি কমান্ডার লেভেলে একটি পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে, যা দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।’