সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ার সাবাহ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশ গ্রহন

Last Updated on 3 weeks by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় সাবাহ প্রদেশের রাজধানী কোতাকিনাবালুতে ‘সাবাহ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এক্সপো-২০২৫’ (এসআইটিই) শীর্ষক মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ।

সাবাহ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এই মেলা আয়োজন করেছে ‘ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ’ (এফএসআই)।

স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মেলা দ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার ও ওয়ার্কস মিনিস্টার সাহেলমি ইয়াহিয়া।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি বাংলাদেশ হাই কমিশনের বুথ ও হাই কমিশনের উদ্যোগে অংশ নেওয়া বাংলাদেশের খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’-এর বুথ পরিদর্শন করেন।

বাংলাদেশ বুথে অতিথিদের স্বাগত জানান ভারপ্রাপ্ত হাই কমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। এসময় তিনি বুথে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে সবাইকে জানান এবং সাবাহ রাজ্যে বাংলাদেশের পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে রাজ্য সরকারের সহযোগিতা চান।

এসময় আরও উপস্থিত ছিলেন মেলার অর্গানাইজিং চেয়ারম্যান রিচার্ড লিম, আয়োজককারী প্রতিষ্ঠান ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজের (এফএসআই) প্রেসিডেন্ট নাটালি ফুং-সহ রাজ্য সরকারের সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি, বাংলাদেশ হাই কমিশনের কাউন্সেলর মো. মোরশেদ আলম, প্রথম বাণিজ্যিক সচিব প্রণব কুমার ঘোষ, তৃতীয় রাজনৈতিক সচিব মো. তানজিম হোসেন এবং ‘প্রাণ’-এর প্রতিনিধি আবু বকর সিদ্দিক, মো. পারবেজ হিরা, সাকিব রাফি ও মুরুগান মার্ক।

মেলার দ্বিতীয় দিন শনিবার ভারপ্রাপ্ত হাই কমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজের (এফএসআই) প্রেসিডেন্ট নাটালি ফুং, সাবেক প্রেসিডেন্ট রিচার্ড লিম-সহ ফেডারেশনের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সভা করেন এবং সাবাহ অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণে তাদের সহযোগিতার অনুরোধ জানান।

Reendex

Must see news